ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম খোমেনি (রাহ.) এর নির্দেশে প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারে বিশ্ব কুদস দিবস পালিত হয়। বুলগেরিয়ার মুসলমানেরাও ২য় আগস্ট তথা শুক্রবারে মাগরিব ও ঈশার নামাজ এবং ইফতারের পর বিশ্ব কুদস দিবস পালিত করেছে।
বিশ্ব কুদস দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে এদেশের ধর্মীয় ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিত ছিলেন এবং এদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পরিচালক জনাব নৌরুজী উপস্থিত ছিলেন এবং বিশ্ব কুদস দিবসের গুরুত্বের আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।
1266715