IQNA

বিশ্ব কুদস দিবস উপলক্ষে কিরগিজস্তানে সমাবেশ

14:27 - August 03, 2013
সংবাদ: 2570402
রাজনৈতিক বিভাগ: বিশ্ব কুদস দিবস উপলক্ষে কিরগিজস্তানে রাজধানী বিশকেকে ২য় আগস্টে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সমাবেশ বিশকেকে অবস্থিত ইরানী কালচারাল সেন্টার এবং ইরান ও কিরগিজস্তান বন্ধুত্ব এসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ বিশকেকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মণ্ডলী এবং সক্রিয় রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন।
দুই ঘণ্টা ব্যাপী এই সমাবেশে জেরুজালেমের গুরুত্ব এবং মুসলিম বিশ্বে এই পবিত্র ভূমির ভূমিকার আলোকে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাবেশের শেষ প্রান্তে সকল অংশগ্রহণকারীরা নিপীড়িত ফিলিস্তিনই জনগণদের সমর্থন করার জন্য বিশ্ববাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।
1267384

captcha