IQNA

থাইল্যান্ডে ধর্মীয় নেতা হত্যা

23:17 - August 06, 2013
সংবাদ: 2572239
আন্তর্জাতিক বিভাগ: থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলের মুসলিম নেতা ‘ইয়াকুব রিমানী’কে গতকাল সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তি গুলি করে হত্যা করেছে।

‘985fm’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেছেন, চার জন সশস্ত্র ব্যক্তি ৪র্থ আগস্ট সন্ধ্যায় ‘পাঠানী’ নামক বাজারে মুসলিম নেতা ‘ইয়াকুব রিমানী’কে গুলি করে হত্যা করেছে।
৫০ বছর বয়সী থাইল্যান্ডই এই ধর্মীয় নেতাকে হত্যা কারার জন্য ২০১১ সালে সন্ত্রাসীরা হামলা চালায় কিন্তু তখন তিনি জানে বেচে যান। তিনি মধ্যপন্থী হিসেবে বিভিন্ন মুসলিম অঞ্চলে সহিংসতা কমানে চেষ্টা চালাচ্ছিলেন।
থাইল্যান্ডের মানবাধিকার বিভাগ ধারণা করছে মুসলিম অঞ্চল সমূহে শান্তি ভঙ্গ এবং তাদেরকে চাপের মুখে রাখার জন্য সন্ত্রাসীরা ধর্মীয় নেতা ‘ইয়াকুব রিমানী’র হত্যা করেছে।
1268975

captcha