IQNA

আমেরিকার পিটসবার্গে ইসলামী কেন্দ্র স্থাপন

17:48 - August 08, 2013
সংবাদ: 2573067
সামাজিক বিভাগ: আমেরিকার পেনসিলভানিয়া প্রদেশের পিটসবার্গ শহরে মুসলমানের সংখ্যা ক্রমবর্ধমান বিস্তারের ফলে খুব শীঘ্রই এই শহরে আঞ্জুমান এবং ইসলামিক কেন্দ্র নির্মান করা হবে।

আমেরিকান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকার স্থানীয় মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পিটসবার্গ শহরে মুসলমানের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
এই শহরের অধিবাসীরা বিভিন্ন মাযহাব ও সংস্কৃতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এবং নতুন মুসলমানেরা স্পষ্টভাবে বলছেন যে, ইসলাম ধর্মের মধ্যে এক গভীর আধ্যাত্মিক শান্তি রয়েছে।
পিটসবার্গ শহরের মসজিদের খতিব সালেহ ব্রুকস বলেছেন, এই শহরে মুসলমানদের সংখ্যা ক্রমবর্ধমান বিস্তারের ফলে খুব শীঘ্রই ইসলামিক আঞ্জুমান এবং সেন্টার সংগঠন করা হবে।
1269573
captcha