সামাজিক বিভাগ: আজারবাইজানের শিক্ষা মন্ত্রী নতুন শিক্ষাবর্ষের আগমনে সেদেশের স্কুল ছাত্রীদের ইউনিফর্ম সম্পর্কে বলেছে, আসন্ন শিক্ষাবর্ষে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্কুল ফর্মে যে ইউনিফর্ম উল্লেখ করা হয়েছে শুধুমাত্র সেই ইউনিফর্ম পরিধান করে স্কুলে প্রবেশ করবে।
মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজারবাইজানের শিক্ষা মন্ত্রী, বার্তা সংস্থা ‘যথাসময়ে টকিং’ এর সাথে স্কুল ছাত্রীদের হিজাব (পর্দা) সম্পর্কে এক সাক্ষাৎকারে বলেন, রিপাবলিক আজারবাইজানের শিক্ষা ও স্কুল আইন অনুযায়ী, স্কুলের ভর্তি ফর্মে যে স্কুল ইউনিফর্মের কথা উল্লেখ রয়েছে, স্কুল ছাত্রীরা শুধুমাত্র সেই ইউনিফর্ম পরিধান করে স্কুলে প্রবেশ করবে।
উল্লেখ্য যে, গত বছরে উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরিধান করে স্কুলে প্রবেশের কারণে অনেকে প্রতিবাদ করেছে। এই প্রতিবাদের ফলে অনেক স্কুলের কর্তৃপক্ষ সেই স্কুলে হিজাব পরিধান করে স্কুল ছাত্রীদের ক্লাসে বসার অনুমতি দেয়নি।
1279475