IQNA

বাগদাদের উত্তরাঞ্চলে নামাজীদের উপর হামলা

14:20 - September 01, 2013
সংবাদ: 2583329
রাজনৈতিক বিভাগ: বাগদাদের উত্তরাঞ্চলের একটি মসজিদে গতকাল তথা ৩১ আগস্টে অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকধারী ব্যক্তি, নামাজরত অবস্থায় পাঁচ ব্যক্তিকে হত্যা করেছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাগদাদের পুলিশ জানিয়েছেন, অজ্ঞাত পরিচয়ের এই হত্যাকারীর নিকট সাইলেন্ট অস্ত্র ছিল। এজন্য হত্যাকাণ্ডের কয়েক মিনিট পরেও মসজিদের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত পুলিশ স্টেশনে কোন খবর পাওয়া যায়নি।
এ ঘটনাটি ফজরের নামাজের সময় ঘটেছে এবং এপর্যন্ত কোন দল এই ঘটনার দায়িত্ব বহন করেনি।
উল্লেখ্য যে, বিগত কয়েক বছরে এদেশের বিভিন্ন অঞ্চলে মাযহাবগত সহিংসতার দরুন প্রায় দশ হাজার ব্যক্তি নিহত হয়েছে।
1281059

captcha