বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানে ভারতীয় মাদ্রাসা বোর্ডের সভাপতি জনাব সাদেক নাকাভী, শীর্ষস্থানীয় সুন্নি আলেম জনাব আবুল ইরফান, হুজ্জাতুল ইসলাম রেজা হুসাইন, মাকসাদ হুসাইনীসহ বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।
জনাব সাদেক নাকাভী স্বীয় বক্তৃতায় ইমাম হুসাইন (আ.) এর বিপ্লবের উপর আলোকপাত করেন। এরপর গ্রন্থের লেখক জনাব রেজা আব্বাস ২০০ পৃষ্ঠার এ গ্রন্থের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। পাশাপাশি এ গ্রন্থ রচনার কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন : আমাদের কর্তব্য হচ্ছে আশুরার শিক্ষাকে ইমামবাড়ীসমূহ হতে বের করে বাড়ীতে বাড়ীতে ও মানুষের অন্তরে অন্তরে পৌঁছে দেওয়া।#1287551