বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান রোমে বসবাসরত ইরানি এবং ইরানি সংস্থাসমূহের কর্মকর্তা ও তাদের পরিবারের উপস্থিতিতে রোম শহরে অবস্থিত শহীদ বাহোনার এডুকেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তেলাওয়াত, ইমাম (আ.) এর জন্মদিবসে বিশেষ কাসিদা ও কবিতা পাঠ এবং বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্ঠানটি অব্যাহত থাকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভ্যাটিকানে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ তাহের রাব্বানী।
তিনি উপস্থিতদের প্রতি পবিত্র এ দিবসে মোবারকবাদ জ্ঞাপন পূর্বক ইমাম (আ.) এর জীবনী’র বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।#1289617