আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম কামার মাহদী মাসুম এ ইমামের জীবনের বিভিন্ন নৈতিক দিকের উপর আলোকপাত করে বলেন : তাঁর আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও দুনিয়া বিমুখতার ন্যায় উত্কৃষ্ট গুণাবলীর কারণে তিনি শুধুমাত্র মদিনায় নয় বরং সমগ্র মুসলিম বিশ্বে মহানবী (স.) এর পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন এবং সকল মুসলমানরা তাকে মহান এক ধর্মীয় নেতা হিসেবে শ্রদ্ধাভরে স্মরণ করে।
তিনি বলেন : ইমাম রেজা (আ.) যুবক বয়সেই রাসুল (স.) এর মসজিদে বসে ফতওয়া দিতেন তিনি রাতের আঁধারে মদিনার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থদের সাহায্য করতেন, সর্বদা তিনি পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দিতেন, আতর ব্যবহারকে তিনি অত্যন্ত পছন্দ করতেন, স্বল্প পরিমাণে খাদ্য গ্রহণ করতেন, তার দস্তরখান কখনো রঙ-বেরঙের খাদ্য থাকতো না এবং সর্বদা মুসলমানদেরকে তাদের কর্তব্যের বিষয়ে অবগত করতেন।
অনুষ্ঠান শেষে জাফারিয়া মাদ্রাসার কৃতি ছাত্রদেরকে পুরস্কৃত করা হয়।#1290214