কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: শীর্ষস্থানীয় সুন্নি আলেম শেখ ইউসুফ আল কারযভির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর উপর হত্যাকাণ্ডের উস্কানি এবং ষড়যন্ত্রের ও বিদেশী গুপ্তচর বৃত্তির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মিশরের প্রসিকিউটর জেনারেল।
কারযভি ৪০ বছরের অধিক কাতারে বসবাস করেছে এবং সে কাতারের নাগরিকত্ব লাভ করেছে।
তিনি মিশরের প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ক্ষমতাচ্যুত হওয়ার পর এক বিবৃতিতে বলেছে, মিশরের সেনাবাহিনীর আচরণের তুলনায় ইসরায়েলই সেনাবাহিনীর আচরণ উত্তম এবং তিনি মিশরের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশী হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
1290752