বার্তা সংস্থা ইকনা: প্রকাশিত এই ভিডিওটিতে দেখা যায় যে, মিশরের নতুন বিচার মন্ত্রী মোহাম্মদ হোসাম আবদুল রহিম, সেদেশের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এক অনুষ্ঠানে পবিত্র কুরআন ভুল তিলাওয়াত করেছেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে এই ভিডিওটি প্রকাশ হয়েছে। দেখা যায় যে, এক অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সেদেশের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নিজের স্থানে ফিরে যাচ্ছেন।
মিশরের নতুন বিচার মন্ত্রী মোহাম্মদ হোসাম আবদুল রহিম সেসময় সুপ্রিম কাউন্সিলের সভাপতি ছিলেন। তখন তিনি তার বক্তৃতা দেওয়ার সময় পবিত্র কুরআনের আয়াত তিলাওয়াত করেন। কুরআনের আয়াত তিলাওয়াতের সময় তিনি ভুল তিলাওয়াত করেন!মোহাম্মদ হোসাম আবদু وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ ‘তারা ব্যতীত, যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে এবং আল্লাহকে অত্যধিক স্মরণ করেছে, আর নিপীড়িত হওয়ার পর (কবিতার মাধ্যমে) তার প্রতিশোধ গ্রহণ করেছে’। আয়াতটি তিলাওয়াতের সময় «الذین» র স্থানে «الذی» পাঠ করেছেন এবং : رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً: ‘(তারা প্রার্থনা করে) ‘হে আমাদের প্রতিপালক! তুমি যখন আমাদের পথ প্রদর্শন করেছ তখন আমাদের অন্তরে যেন বক্রতা সৃষ্টি না হতে পারে এবং তোমার নিকট হতে আমাদের অনুগ্রহ দান কর; নিশ্চয় তুমি মহান দাতা’। «تُزغ» স্থানে ت-এ দাম্মা বাদ দিয়ে ফাতহে সহকারে «تَزغ» পড়েছেন ও لدنک শব্দের ن-এ সাকিন না পড়ে তাশদীদ পড়েছেন এবং কুরআন তিলাওয়াতের শেষে «صدق الله العلی العظیم» -এর স্থানে «صدق رسول صلی الله العظیم» পড়েছেন।
iqna