IQNA

সামাজিক নেটওয়ার্কে "একশত বছর হিজাব" ভিডিওর ব্যাপক আলোড়ন

23:29 - May 26, 2016
সংবাদ: 2600852
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি 'মুসলিম গার্ল' ওয়েবসাইটে "একশত বছর হিজাব" শিরোনামে নতুন ভিডিও প্রকাশ হয়েছে। সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা উক্ত ভিডিওটিকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে।
সামাজিক নেটওয়ার্কে


বার্তা সংস্থা ইকনা: এক মিনিটের এই ভিডিওতে বিগত একশ বছরে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার মুসলিম নারীদের পোশাক পরার পদ্ধতি তুলে ধরা হয়েছে। ভিডিওটি প্রকাশের প্রথম দিনেই ৪ লাখ ৬০ হাজার দর্শক পরিদর্শন করেছে।

'মুসলিম গার্ল' ওয়েবসাইটটি আমেরিকার মুসলিম নারীরা পরিচালনা করছে। ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্ত ধারণা দুর করার জন্য এই সাইটটি চালু করা হয়েছে। ভবিষ্যতেও এধরনের আরও ভিডিও প্রকাশ করবে বলে জানিয়েছে 'মুসলিম গার্ল' ওয়েবসাইটের কর্তৃপক্ষ।

iqna


ট্যাগ্সসমূহ: হিজাব ، মুসলিম ، ইসলাম
captcha