১৩তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২৭শে জুন ৫৬টি দেশের প্রতিনিধির উপস্থিতিতে শুরু হয়েছে। হেফজ, তাজবিদ ও তাফসির বিভাগে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারীকে ১০ লাখ আলজেরীয় দিনার, দ্বিতীয় স্থানের অধিকারীকে ৮ লাখ আলজেরীয় দিনার, তৃতীয় স্থানের অধিকারীকে ৫ লাখ আলজেরীয় দিনার প্রদান করা হবে।
বলাবাহুল্য, উক্ত প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি "মোহাম্মাদ রাসূল তাকবিরী" হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন। তিনি মঙ্গলবারে (২৮শে জুন) নির্ভুলভাবে বিচারকদের প্রশ্নের উত্তর প্রদান করেছেন।