রাজধানীর গুলশানের আর্টিসান হলি বেকারি রেস্তোরাঁয় আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে ছয় জঙ্গি নিহত ও একজন আটক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কে’র আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুইজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালিয়ে যেতে পারেনি।
তিনি বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি। কয়জনকে বাঁচাতে পারিনি, তবে সন্ত্রাসীদের ছয়জনই মারা যায়, একজন ধরা পড়েছে।
পণবন্দিদের উদ্ধারের জন্য আজ সকাল ৭টা ৪০ মিনিটে র্যাব, পুলিশ, বিজিবি, সোয়াত ও সেনাবাহিনীর ১০০ জনের বেশি কমান্ডো সম্মিলিতভাবে অভিযান শুরু করেন। সোয়া ৮টায় অভিযান শেষ করা হয়। অভিযানের সময় ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর হামলাকারীদের ৬ জন মারা গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
শুক্রবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বরের আর্টিজান রেস্তোরাঁয় ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্তোরাঁয় থাকা লোকজনকে পণবন্দি করে। এরপর থেকে পুরো চার কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রাখেন।
আর্টিজান বেকারি নামের ওই রেস্তোরাঁয় জঙ্গি হামলার কিছুক্ষণ পর পুলিশের অগ্রগামী দলের দুই কর্মকর্তা জঙ্গিদের গুলি ও বোমায় নিহত হন। আহত হন অন্তত ৫০ জন পুলিশ সদস্য। নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।#