IQNA

পোপ ফ্রান্সিস

ইসলাম ধর্মের সাথে সহিংসতার কোন সম্পর্ক নেই

15:24 - August 01, 2016
সংবাদ: 2601304
আন্তর্জাতিক ডেস্ক: ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস ইসলাম ও সহিংসতার মধ্যে বানোয়াট সকল সম্পর্ক প্রত্যাখ্যান করে বলেছেন: "আমার বিশ্বাস ইসলাম ও সহিংসতার মধ্যে কোন সম্পর্ক নেই এবং এই দুটোর মধ্যে কোন সম্পর্ক স্থাপন করা ঠিক নয়।"
ইসলাম ধর্মের সাথে সহিংসতার কোন সম্পর্ক নেই

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা: পোল্যান্ড সফর থেকে দেশে ফেরার সময় এক সাংবাদিক সম্মেলনে পোপ ফ্রান্সিস বলেন: ক্যাথলিকদের মধ্যেও কেউ কেউ উগ্র থাকতে পারে, সুতরাং ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যেও কেউ কেউ উগ্র থাকতে পার। আর এ জন্য আমরা ইসলাম ধর্মকে অপবাদ দিতে পারি না। কারণ, ইসলাম ও সহিংসতার মধ্যে কোন সম্পর্ক নেই।

ইউরোপে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ইসলাম-বিরোধী প্রচারণার সমালোচনা করে খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, "ইসলামকে সহিংসতা ও সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে চিহ্নিত করা অন্যায় এবং অন্যায্য।ইউরোপের এসব হামলার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।

তিনি রোববার সাংবাদিকদের বলেন, "আমি মনে করি না ইসলামকে সহিংস হিসেবে চিহ্নিত করা ঠিক। এটি ন্যায্য ও সত্য নয়।দায়েশের হাতে ফ্রান্সের একটি গির্জার ক্যাথোলিক খ্রিস্টান যাজক নিহত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস এসব কথা বলেছেন। দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

পোপ বলেন, "প্রত্যেক ধর্মের মধ্যেই ছোট ছোট কিছু উগ্র ও মৌলবাদী গোষ্ঠী থাকে। এ ধরনের গোষ্ঠী আমাদের মধ্যেও আছে। আমাকে যদি ইসলামি সহিংসতার কথা বলতে হয় তাহলে খ্রিস্টান সহিংসতার কথাও বলতে হবে।

তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলোর উচিত নিজেদের দিকে তাকানো। এসব দেশে সামাজিক অবিচার এবং অর্থের পূজা হচ্ছে সন্ত্রাসবাদের প্রধান কারণ। অর্থকে বিশ্বের কেন্দ্রবিন্দুতে আনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পোপ বলেন, ইউরোপের বহু তরুণ রয়েছে যাদের কোনো কাজ নেই; এক পর্যায়ে তারা মদ ও মাদকের নেশায় আসক্ত হয়ে পড়ে এবং তারা এখন আইএসআইএল বা দায়েশে যোগ দিচ্ছে।#

iqna


ট্যাগ্সসমূহ: ইসলাম ، কুরআন ، ইকনা ، ক্যাথলিক ، পোপ
captcha