IQNA

মুহাররম উপলক্ষে আফগানিস্তানের মসজিদসমূহে নিরাপত্তা বৃদ্ধি

15:46 - September 22, 2017
সংবাদ: 2603893
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুহাররম মাসে শান্তিপূর্ণ ভাবে আজাদারী পালনের জন্য আফগানিস্তানের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শতাধিক স্বেচ্ছাসেবীর নাম নিবন্ধনের মধ্যে তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। প্রশিক্ষণের পরে নিরাপত্তা প্রদানের জন্য তাদেরকে অস্ত্র প্রদান করে নিরাপত্তার জন্য নিয়োগ দেয়া হবে।
মুহাররম উপলক্ষে আফগানিস্তানের মসজিদসমূহে নিরাপত্তা বৃদ্ধি
বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানের দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট "সারভারে দানেশ" এক বিবৃতিতে বলেছেন, মুহাররম মাসে আফগানিস্তানের মসজিদসমূহে নিরাপত্তা প্রদানের জন্য স্বেচ্ছাসেবী বাহিনীর পাশাপাশি পুলিশকেও ন্যস্ত করা হবে।
আফগানিস্তানে প্রায় ৩০ লাখ শিয়া মুসলমান রয়েছে। এসকল শিয়া মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার মুখে অবস্থান করছে। আফগান সরকার এখনও পর্যন্ত তাদের নিরাপত্তা প্রদানে সফল হয়নি।
সারভারে দানেশ বলেন: সাম্প্রতিক দুঃখের ঘটনা পরে আফগানিস্তানের জনগণদের নিরাপত্তার জন্য পুলিশের অপেক্ষায় থাকতে হবে না। জনগণ বিশেষ করে যুবকগণ তাদের নিজেদের এলাকার নিরাপত্তা নিজেরাই প্রদান করবে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী "উইস আহমদ বার্মক" বলেন: এসকল স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, বেতন, অস্ত্র এবং অন্যান্য উপাদান দেওয়া শুরু করা হয়েছে/।
iqna



captcha