বার্তা সংস্থা ইকনা: ইরাকি সেনাবাহিনীর ৭ম বিভাগের কমান্ডার মেজর জেনারেল নুমান আব্দুল জাওয়াবিয়ী ২৯শে সেপ্টেম্বর ঘোষণা করেছেন, দায়েশ বিরোধী যুদ্ধে লিপ্ত আন্তর্জাতিক যৌথ বাহিনী দাবী করেছে, ইরাকের পশ্চিমাঞ্চলে হিট শহরে আকাশ পথে দায়েশের আস্তানায় বোমা বর্ষণ করেছে।
আমেরিকার নেতৃত্ব এই হামলায় দায়েশের ৪৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এই হামলায় সন্ত্রাসীদের ছয়টি গাড়ি ধ্বংস হয়েছে।
এসকল সন্ত্রাসীরা আল-আনবারে হামলা চালানোর চেষ্টা করেছিল। কিন্তু আন্তর্জাতিক কোয়ালিশনের হামলা ফলে সন্ত্রাসীদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
iqna