IQNA

ভেঙ্গে দেওয়া মসজিদে নামায আদায় করলো বাহরাইনিরা

23:45 - October 22, 2013
সংবাদ: 2607307
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : বাহরাইনের জনগণ গত রোববার এদেশের স্বৈরাচারী সরকারী বাহিনী কর্তৃক ভেঙ্গে দেয়া বিভিন্ন মসজিদে নামায আদায় করেছে। এর পূর্বেও তারা এ কাজের পূনরাবৃত্তি করেছে।
Olamaa.net ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাহরাইনের শত শত জনগণ গত রোববার স্বৈরাচারী আলে খলিফা সরকার কর্তৃক ভেঙ্গে দেওয়া বিভিন্ন মসজিদে জামাতে নামায আদায় করেছে।
বাহরাইনের মানবাধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা শেইখ মিসাম সালমান বলেছেন : ইতিপূর্বেও উগ্রতাবাদ ও সাম্প্রদায়িকতার মোকাবেলায় বিষয়ে বাহরাইনের জনগণের সুনাম ছিল এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে পারস্য উপসাগরীয় দেশসমূহে আদর্শ দেশ ছিল।
তিনি বলেন : আন্তর্জাতিক সমাজ বাহরাইনের জনগণের দাবীকে ন্যায্য বলে জানে। তাদের দৃষ্টিতে বাহরাইনের জনগণের এ ন্যায্য দাবী প্রদানের মাধ্যমেই এদেশের সংকট নিরসন সম্ভব।
তিনি আরো বলেন : এদেশের ৩৮ মসজিদ ভেঙ্গে দেওয়া হতে সরকারের সাম্প্রদায়িক শত্রুতাপূর্ণ মনোভাবের বিষয়টি স্পষ্ট হয়।#1305011
captcha