IQNA

দুর্বৃত্তরা রাশিয়ার একটি মসজিদে আগুন জ্বালিয়েছে

17:43 - October 24, 2013
সংবাদ: 2607915
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার ভিলগুগারাদ শহরের একটি মসজিদে ২২শে অক্টোবর সকালে ইসলাম বিদ্বেষীরা হামলা চালিয়ে আগুণ জ্বালিয়েছে।
‘ruvr’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাশিয়ার ভিলগুগারাদ শহরের একটি মসজিদে গত মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ের এক দল দুর্বৃত্তরা আগুন জ্বালিয়েছে।
ইসলাম বিদ্বেষীরা মসজিদের ভিতরে বেশ কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে মসজিদের ভিতরে অগ্নিসংযোগ ঘটিয়েছে।
বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় অগ্নি সংযোগকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ধারণা করা যাচ্ছে যে, ভিলগুগারাদ শহরে সোমবারে সন্ত্রাসী হামলার সঙ্গে এই মসজিদে অগ্নিসংযোগের সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য যে, গত সোমবারে ভিলগুগারাদ শহরে একটি বাসে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৩২ জন জন আহত হয়েছ। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত শোচনীয়।
1306840
captcha