IQNA

মুক্তি পেল সৌদি আরবের কুলাঙ্গার ব্লগার!

18:53 - October 29, 2013
সংবাদ: 2610159
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে অবমাননাকর উক্তি লেখার অভিযোগে সৌদির ব্লগার হামজা কাশেগারী’কে গ্রেফতার করেছিল সেদেশের পুলিশ। কিন্তু আজকে এই কুলাঙ্গার ব্লগারকে মুক্তি দিয়েছে সৌদি সরকার!
‘CNN’ এর বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কুরুচিকর উক্তি লেখার অভিযোগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী প্রায় দু’ই বছর আগে কুলাঙ্গার ব্লগার ও সাংবাদিক হামজা কাশেগারীকে গ্রেফতার করেছিল। কিন্তু দু’বছর পার না হতেই সেদেশের সরকার এই কুলাঙ্গার ব্লগারকে মুক্তি দান করেছে!
কুরুচিকর কাশেগারী’র বন্ধু আব্দুল্লাহুল হারাবী জানিয়েছেন: আজ সকাল ৬:৩০ মিনিটে হামজা কারাগার থেকে বের হয়ে তার বাড়িতে গিয়েছে। এই কুলাঙ্গার ব্লগার কারাগার থেকে বের হয়ে সামাজিক নেটওয়ার্ক ‘টুইটারে’ তার প্রথম বার্তা প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, কুলাঙ্গার ব্লগার গত বছরের প্রথম দিকে [হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকীর সময়] টুইটারে তার ব্যক্তিগত পৃষ্ঠায় বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা.)কে নিয়ে কুরুচিকর উক্তি লিখেছে।
কুলাঙ্গার কাশেগারী’র কুরুচিকর এই উক্তির ফরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এর ফলে সৌদি সাংবাদিক মালয়েশিয়ায় পালানোর আগে নিজের অপকর্মের জন্য পশ্চাদপসরণ এবং তওবা করতে বাধ্য হয়।
মালয়েশিয়ান কর্তৃপক্ষ কুলাঙ্গার কাশেগারী’কে গ্রেফতার করে সৌদি সামরিক বাহিনীর হাতে হস্তান্তর করে। সৌদি কুলাঙ্গার ব্লগার, হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কুরুচিকর উক্তি লেখার ফলে মানবাধিকার সংগঠন সমূহ ক্ষিপ্ত হয়।
1309679
captcha