IQNA

23:52 - November 26, 2014
সংবাদ: 2612343
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ডের হুদা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে সেদের শিশু ও নব যুবকদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ডের শিশু ও নব যুবকদের জন্য কুরআন ও ইসলাম শিক্ষা এবং ফার্সি ভাষার কোর্স শুরু হয়েছে। উক্ত কোর্স হুদা ইসলামিক সেন্টারে প্রতি শনিবার স্থানী সময় ১৫ থেকে ১৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষণ কোর্স হযরত মুহাম্মাদ (সা.) এর হাদিস ‘নিজেদের সন্তানের চরিত্র গঠনের জন্য তিনটি জিনিষ শিক্ষা দাও: নবী (সা.) ও আহলে বাইতের প্রতি ভালোবাসা এবং কুরআন তেলাওয়াত’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, নিউক্যাসল ইসলামিক সেন্টারের পক্ষ থেকে লন্ডনের শিশুদের জন্য কুরআন শিক্ষা ও ফার্সি ভাষার কোর্স শুরু হয়েছে। উক্ত কোর্স  প্রতি রবিবার আগ্রহী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। 
2612068

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য: