IQNA

ইংল্যান্ড ইসলামিক সেন্টারে সফর মাসের শেষ দশ দিনের কর্মসূচী ঘোষণা

22:41 - November 28, 2014
সংবাদ: 2612591
আন্তর্জাতিক বিভাগ: ইংল্যান্ড ইসলামিক সেন্টারে সফর মাসের শেষ দশ দিনে ইংরেজি, আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন (আ.)এর চেহলাম উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টারে সফর মাসের শেষ দশ দিনে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত এবং পরবর্তীতে বক্তৃতা, মাতম ও মর্সিয়া পাঠ করা হবে।
ইরানীদের জন্য ফার্সি ভাষায় বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়্যেদ হুসাইন হুসাইনি এবং ইংরেজি ভাষায় বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইদ বাহমান পুর।
এ শোকানুষ্ঠানে আরবি ভাষীদের জন্য বক্তৃতা পেশ করবের ইরাকের বিশিষ্ট ওলামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শেখ মুনির আত-ত্বারিহ ও শেখ আব্দ আয-যাহরা আল বন্দার।
এছাড়াও ইংল্যান্ডের বিভিন্ন শহর তথা গ্লাসগো, ম্যানচেস্টার, নিউক্যাসল এবং বার্মিংহামে ইমাম হুসাইন (আ.)এর চেহলাম উপলক্ষে সফর মাসের শেষ দশ দিনে বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়্যেদ হুসাইন হুসাইনি।
2612286

captcha