বার্তা সংস্থা ইকনা : পাকিস্তানের অন্যান্য অঞ্চলের মত কোয়েটা শহরের শিয়ারাও শহরের ‘ইমাম রেজা (আ.)’ ইমামবাড়ীতে উপস্থিত হয়ে শোক মজলিসে অংশগ্রহণ করছে।
এ মজলিস প্রতিদিন স্থানীয় সময় রাত ৯টায় শুরু হয়। এতে বক্তব্য রাখছেন ইরানের কোম শহর থেকে আগত আলেম হুজ্জাতুল ইসলাম কাযেম বাহজাতি। তিনি আহলে বাইত (আ.) এর সিরাত ও যুবকদের প্রশিক্ষণের বিষয়ে আলোকপাত করছেন।
বক্তৃতা ও মাসায়েব ছাড়া নওহা ও মার্সিয়া পরিবেশন এবং মাতম ইত্যাদি এ শোক মজলিসের কর্মসূচীর অন্যতম।
বলাবাহুল্য, পাকিস্তানের অধিকাংশ ইমামবাড়ী ও মসজিদে সফর মাসের শেষ নাগাদ এ শোক মজলিস অব্যাহত থাকবে।# 2614560