আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের ‘জামায়াতে দাওয়াত’ পার্টি, মুসলমানদের সমস্যা সমাধানের জন্য ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠিত করার আহ্বানে জানিয়েছে।
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ‘মিনার’ নামক সম্মেলনে সেদেশের ‘জামায়াতে দাওয়াত’ পার্টির প্রধান ‘হাফেজ সায়িদ আহমেদ’ বলেছেন: পশ্চিমা উপনিবেশদের সময় শেষ হয়ে গিয়েছে।
সায়িদ সর্বশেষে বলেন: মুসলমানদের সমস্যা সমাধানের জন্য ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠিত করা প্রয়োজন।
2615419