IQNA

বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় আশুরা উদযাপন

20:56 - December 15, 2014
সংবাদ: 2618807
আন্তর্জাতিক বিভাগ: শহীদের নেতা ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আশুরার শোকানুষ্ঠান উদযাপন হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আহলে বাইত (আ.) ভক্তদের উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান উদযাপন হয়েছে।
উক্ত শোকানুষ্ঠানে আল-কুদস কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক ‘শাহ কাওসার মুস্তাফা আবু লুলায়ী’, আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদের প্রতিনিধি আলী রেজায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাবিব রেজা, ইরানী কালচারাল সেন্টারের প্রধান আসগার খোসরাভী অবাদ, ইরানী দূতাবাসের কর্মকর্তা মণ্ডলী এবং ২৫০ জনের অধিক অধ্যাপক, শিক্ষার্থী, নারী ও পুরুষে এবং আহলে বাইত (আ.)এর ভক্তগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত শোকানুষ্ঠান শুরু হয়েছে এবং পরবর্তীতে আহলে বাইত (আ.) ও কারবালার আলোকে আসগার খোসরাভী অবাদ, শাহ কাওসার মুস্তাফা আবু লুলায়ী, আলী রেজায়ী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাবিব রেজা মূল্যবান বক্তৃতা পেশ করেন।
এছাড়াও ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে পাকিস্তানের কোয়েটা প্রদেশে আহলে বাইত (আ.) ভক্তদের উপস্থিতিতে চেহলুমের শোকানুষ্ঠান উদযাপন হয়েছে।
উক্ত শোকানুষ্ঠান ২০শে সফর (চেহলুমের দিন) অনুষ্ঠিত হয়েছে। শোকানুষ্ঠানের শুরুতে পাকিস্তানের অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের কর্মকর্তা হোসাইনী পবিত্র কুরআন তেলাওয়াত করেন। এছাড়াও আহলে বাইত (আ.) ও কারবালার আলোকে বক্তৃতা মর্সিয়া এবং নাওয়া পাঠ করা হয়।
বলাবাহুল্য, ইমাম হুসাইন (আ.) হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে চীন, আফ্রিকা, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তানে  বিশেষে শোকানুষ্ঠান উদযাপন হয়েছে।
2618117

captcha