IQNA

আমিরাতে ‘ইসলামী অর্থনৈতিকের বিধান’ শীর্ষক সম্মেলন

23:42 - December 15, 2014
সংবাদ: 2618817
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ে ইসলামিক ও দাতব্য প্রতিষ্ঠানে উদ্যোগে এবং ইসলামিক অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় ২০১৫ সালের ২২শে মার্চে ‘ইসলামী অর্থনৈতিকের বিধান’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন বাণিজ্য নগরী দুবাইকে ইসলামী অর্থনীতির রাজধানী হিসেবে নির্বাচনের লক্ষ্যে ‘দুবাই’ ইসলামিক ও দাতব্য প্রতিষ্ঠানে উদ্যোগে অনুষ্ঠিত হবে।
দুবাইয়ের ইসলামিক ও দাতব্য প্রতিষ্ঠানে মহাপরিচালক হামাদ বিন আল-শেখ আহমেদ আল-শাইবানী জানিয়েছেন: উক্ত সম্মেলন চারটি বিষয়ের ওপর নির্ভর করে অনুষ্ঠিত হবে। এ চারটি বিষয় যথাক্রমে ইসলামিক অর্থনীতির মূলনীতির ওপর আইন, ইসলামিক অর্থনীতির কার্যকারিতা, ইসলামিক অর্থনৈতিক বিশ্লেষণ এবং ইসলামী অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা সমূহ।
উক্ত সম্মেলনে ইসলামিক চিন্তাবিদ, বিশেষজ্ঞ ও গবেষকগণ যৌথ ব্যবস্থাপনায় ইসলামিক অর্থনীতির উন্নয়ন, ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন এবং যাকাত ও ওয়াকফের সক্রিয়করণের উপর আলোচনা করবেন।
2617527

captcha