IQNA

হযরত মুহাম্মাদ (সা.)এর ওফাত বার্ষিকী উপলক্ষে ইথিওপিয়ায় শোকানুষ্ঠান

15:34 - December 21, 2014
সংবাদ: 2623651
আন্তর্জাতিক বিভাগ: ইথিওপিয়ার ‘আদ্দিস বাবা’ শহরের সি. এম. সি অঞ্চলে ১৯শে ডিসেম্বর মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.)এর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠানে ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার সৈয়দ কাজেম মেহেরনিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও ইথিওপিয়ার মুসলমান সহ ইরান, ভারত, পাকিস্তান, লেবানন ও সিরিয়ার সাধারণ অধিবাসী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এ শোকানুষ্ঠান ১৯শে ডিসেম্বর স্থানীয় সময় ২০ টায় শুরু হয়েছে এবং ২১টা পর্যন্ত অব্যাহত ছিল।
আহলে বাইত (আ.)এর শানে বক্তৃতা, মর্সিয়া, নওয়া ও মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
2623300

captcha