কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত শোকানুষ্ঠানে ইথিওপিয়ায় অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলার সৈয়দ কাজেম মেহেরনিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও ইথিওপিয়ার মুসলমান সহ ইরান, ভারত, পাকিস্তান, লেবানন ও সিরিয়ার সাধারণ অধিবাসী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
এ শোকানুষ্ঠান ১৯শে ডিসেম্বর স্থানীয় সময় ২০ টায় শুরু হয়েছে এবং ২১টা পর্যন্ত অব্যাহত ছিল।
আহলে বাইত (আ.)এর শানে বক্তৃতা, মর্সিয়া, নওয়া ও মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
2623300