IQNA

রাশিয়ায় হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল প্রদর্শন

17:54 - December 23, 2014
সংবাদ: 2625136
আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ায় মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল প্রদর্শন খবর রাশিয়ার মুসলিম আধ্যাত্মিক প্রশাসন প্রেস অফিস জপিয়েছে।

আন্তর্জাতিক বিভাগ: রাশিয়ার মুসলিম আধ্যাত্মিক প্রশাসন প্রেস অফিস জানিয়েছে: রাশিয়ার দাগেস্তানে প্রজাতন্ত্রের রাজধানী ‘মাখাচ কেল্লাহ’ এবং মস্কোর ‘ক্রোকাস সিটি হোল’ প্রদর্শনী কক্ষে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুল প্রদর্শন করা হবে। রাশিয়ার মুসলিম আধ্যাত্মিক প্রশাসন প্রেস অফিসের প্রধান আদদারু অলইয়াতাদিনুফ,  হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র চুলকে মাখাচ কেল্লাহ থেকে বিশেষ ফ্লাইয়ে মস্কোয় নিয়ে যাবেন।
‘ক্রোকাস সিটি হোল’ প্রদর্শনী কক্ষে হযরত মুহাম্মাদ (সা.)এর চুল ব্যতীত বিভিন্ন ইসলামিক শিল্প প্রদর্শন করা হবে।
মুসলিম আধ্যাত্মিক প্রশাসন প্রেস অফিসের প্রধান আদদারু অলইয়াতাদিনুফ বলেছেন: ঐতিহ্যবাহী এ পবিত্র সম্পদের প্রতি সম্মান প্রদর্শন এবং এটি সংরক্ষণের চেষ্টা করব। এ মূল্যবান সম্পদকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানোর চেষ্টা করব। কারণ এটি মহান আল্লাহর বরকত ও নেয়ামত।
2624945

captcha