কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিযোগিতা হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম রেজা (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের ‘মাজার শরীফ’ শহরে অনুষ্ঠিত ‘বেলায়েতের বাসিরাত’ শীর্ষ প্রতিযোগিতায় ৪৫০০ জনের অধিক জনগণ অংশগ্রহণ করেছে।
সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম সংস্থা তাবায়নের প্রধান এবং গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজির প্রতিনিধি সৈয়দ ঈসা হোসাইনী মাযারী’র উপস্থিতিতে মাযার শরীফ শহরের সুলতানিয়া জামে মসজিদে নাম ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহত্তম এ শীর্ষ প্রতিযোগিতায় ৪৫০০ জন অংশগ্রহণ করেছে এবং এর মধ্যে ৩০ সর্ব্বোচ্চ নম্বর পেয়েছে। এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার ভূষিত করা হবে।
2625268