IQNA

সৌদি আরবে কুরআনিক স্টাডিজ লাইব্রেরি উদ্বোধন

23:35 - December 26, 2014
সংবাদ: 2633838
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ‘রিয়াদ’ শহরে ‘আল শেইখ আব্দুল্লাহ আল হোমাদ’ নামক কুরআনিক স্টাডিজ লাইব্রেরি উদ্বোধন হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মসজিদুল হারামের ইমাম ও খতিব এবং ইসলামিক স্টাডিজ সেন্টার ফর প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান শেখ সালেহ বিন হামিদ এবং ইসলামিক স্টাডিজ সেন্টার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল উসমান উক্ত কুরআনিক স্টাডিজ লাইব্রেরি উদ্বোধন করেছেন।
এ লাইব্রেরিতে কুরআনিক বিজ্ঞানের উপর লিখিত দশ হাজারের অধিক গ্রন্থ রয়েছে।
উদ্বোধনীর অনুষ্ঠানের শেখ সালেহ বিন হামিদ মূল্যবান বক্তৃতা পেশ করেন। তার বক্তৃতায় তিনি বলেন: ‘আল শেইখ আব্দুল্লাহ আল হোমাদ’ কুরআনিক স্টাডিজ লাইব্রেরিতে কুরআনিক বিজ্ঞান অনেক গ্রন্থ এবং প্রবন্ধ সহ দুর্লভ কিছু গ্রন্থ থাকার ফলে পাঠক ও গবেষকদের একটি উপযুক্ত প্রেক্ষাপট হিসেবে রূপান্তরিত হয়েছে।
2625550

captcha