বার্তা সংস্থা ইকনা: উক্ত সেমিনার হ্যামবুর্গ ইসলামী সেন্টারের পক্ষ থেকে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসী হামলার দরুন ‘ইসলাম ও সমাজের চ্যালেঞ্জ; চরমপন্থা’ শীর্ষক সেমিনার অনেক সেনসিটিভ ছিল এবং জার্মানের অন্যতম মিডিয়া বিশেষ করে ZDF চ্যানেল, NDR চ্যানেল ও জার্মানের ১নং চ্যানেল এবং জার্মানের মুসলিম ও অমুসলিম জনগণ উক্ত সেমিনারকে ব্যাপক স্বাগত জানিয়েছে।
উক্ত সেমিনারে বিশেষ বক্তা হিসেবে হ্যামবুর্গ ইসলামী সেন্টারের ইমাম এবং প্রধান আয়াতুল্লাহ ড. রামাজানী, জার্মানি মুসলমানদের সেন্ট্রাল কাউন্সিল চেয়ারম্যান আইমান মাঝিক, হ্যামবুর্গ মুসলিম কাউন্সিল প্রধান মুস্তাফা ইয়ুলদাশ, হ্যামবুর্গ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান কাটায়ুন আমিরপুর, জার্মানের মুন্সটের বিশ্ববিদ্যালয় থেকে আলী কান্দুর, জার্মানের উসনাবুরুক বিশ্ববিদ্যালয় থেকে ব্যাকাম ডিজিরী, জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ইয়াসমিন সুমান, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্দ্রেয়া স্যালিন্সসাকি, তুরস্কের ফরেন রিলেশনস Dytyp এর কর্মকর্তা জাকারিয়া অ্যালটুগ, জার্মানের শিয়া এসোসিয়েশন বোর্ড সদস্য উনাল কাইমাকচী, হ্যামবুর্গ মুসলিম কাউন্সিল বোর্ড সদস্য নুরবোর্ট মুলার, জার্মানি মুসলমানদের কাউন্সিলের চেয়ারম্যান আলী কিজিল কিয়ার উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারের প্রতিবেদন চিত্র দেখরা জন্য এখানে ক্লিক করুন।
2694122