বার্তা সংস্থা ইকনা: সাপ্তাহিক এ বৈঠকে লন্ডন ইসলামিক কলেজের সাবেক প্রধান এবং ইংল্যান্ড ইসলামিক সেন্টারের সহকারী গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সায়িদ বাহমানপুর পবিত্র কুরআনের তাফসিরের ব্যাপারে আলোচনা করবে।
এছাড়াও উক্ত সেন্টারের পক্ষ থেকে প্রতি রবিবার ‘ইসলাম পরিচিতির’ আলোকে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
‘ইসলাম পরিচিতির’ বৈঠকে কানাডিয়ান ওলামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন শেখ আহমেদ হানিফ ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছেন।
2706236