বার্তা সংস্থা ইকনা: উক্ত শীর্ষক সম্মেলন সম্প্রতি ফ্রান্সে হযরত মুহাম্মদকে (সা.) অবমাননা করার প্রতিবাদে বিশ্ব আহলে বায়েত (আ.) সংস্থার সহযোগিতায় ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
এ সম্মেলনে ইসলাম ও মানব প্রেমী হযরত মুহাম্মাদ (সা.)এর সাথে শত্রুতা পোষণ এবং ভুল ধারণা দুর করার জন্য বিশেষ বক্তৃতা পেশ করা হয়।
সেমিনারের শেষপ্রান্তে হযরত মুহাম্মাদ (সা.)এর শানে অজারি ভাষায় কবিতা পরিবেশন করা হয়।
2757534