IQNA

ইরাকের বিভিন্ন শহরে ইরানের জিয়ারতের স্থান সমূহের চিত্র প্রদর্শনী

1:32 - January 28, 2015
সংবাদ: 2771327
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমৃদ্ধ সংস্কৃতি ও শিল্পের সাথে পরিচয় করানো উদ্দেশ্যে ইরাকের হিল্লা, কূফা ও কারবালায় চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত চিত্র প্রদর্শনী ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচার সেন্টার এবং ইরাকের জনসংযোগ সংস্কৃতি মন্ত্রণালয়ে পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। চিত্র প্রদর্শনীতে ইরানের বিভিন্ন জিয়ারতের স্থান, ঐতিহাসিক স্থান, সংস্কৃতি এবং ইরানের বিভিন্ন শহর ও প্রকৃতির চিত্র উপস্থাপন করা হয়েছে।
বলাবাহুল্য, ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত ইরানী কালচার কাউন্সিলারের পক্ষ থেকে সেদেশে ইরাকের কয়েক জন অভিজ্ঞ ফটোগ্রাফারকে পাঠানো হয় এবং তার এ ছবিগুলো তুলেছে এবং কালচার সেন্টার এ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
2768999

captcha