IQNA

জর্জিয়ায় ইমাম আসকারি (আ.) এর জন্মবার্ষিকী পালিত

14:19 - January 28, 2015
সংবাদ: 2774648
সাংস্কৃতিক বিভাগ : জর্জিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ইমাম হাসান আসকারি (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার ২৭শে জানুয়ারি দেশের গার্দবানি শহরে এ দিবস উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়।


বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ঈমান ইনস্টিটিউটের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মারনেওলি, রুস্তাভি ও গার্দবানি শহরে সাংস্কৃতিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

ইরানি কালচারাল কাউন্সেলর মুজতাবা কামরান ফার্দ এ অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন : বিশ্বের বর্তমান পরস্থিতি এবং মুসলমানদের সমস্যা, ঔপনিবেশিক শক্তিগুলোর ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মানবতাবিরোধী ষড়যন্ত্র থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মুসলিম ঐক্য এবং মুসলিম মাযহাবসমূহের মাঝে বিদ্যমান যৌথ বিষয়াদির প্রতি গুরুত্ব প্রদান করা। নিঃসন্দেহে মুসলমানদের বিচক্ষণতা এ সংকট থেকে অতিক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এ দিবসে উপলক্ষে ইরানি কালচারাল সেন্টারের উদ্যোগ অপর একটি মাহফিল মারনেওলি শহরেও অনুষ্ঠিত হয়েছে।



2772449

captcha