IQNA

আমিরাতে কুরআন হেফজ প্রতিষ্ঠান ‘ওবায়েদুল হুলু’র উদ্বোধন

23:44 - February 01, 2015
সংবাদ: 2796062
আন্তর্জাতিক বিভাগ: সংযুক্ত আরব আমিরাতের মাযিরায় নামক অঞ্চলে ৩১শে জানুয়ারিতে ‘ওবায়েদুল হুলু’ নামক কুরআন হেফজ প্রতিষ্ঠানের উদ্বোধন হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ছোট প্রদেশ আজমানের শাসক হামিদ বিন রশিদুন নায়িম এবং বেশ কয়েক জন সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে ‘ওবায়েদুল হুলু’ কুরআন হেফজ প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে হামিদ বিন রশিদুন নায়িম উক্ত প্রতিষ্ঠানের কিছু অংশ ঘুরে দেখেন এবং এ প্রতিষ্ঠান নির্মাণ, উদ্দেশ্য এবং নতুন পন্থায় শিক্ষা প্রদানের ব্যবস্থা সম্পর্কে অবগত হন।
আমিরাতে মসজিদ নির্মাণ ও কুরআন হেফজ প্রতিষ্ঠানের নির্মাণের জন্য নাগরিকাদের ব্যাপক স্বাগতর জন্য তিনি খুশি হয়েছেন এবং আমিরাতের ধর্মীয় অফিস এবং ওয়াকফ সংস্থাকে ধর্মীয় এবং কুরআনিক কেন্দ্র নির্মাণের সহযোগিতা করার জন্য গুণগান করেছেন।
এছাড়াও আজমানের আওকাফ এবং ধর্মীয় অফিসের প্রধান ওবাইদ হামিদ আজ্জাযাবী বলেন: কুরআন হেফজ প্রতিষ্ঠান ‘ওবায়েদুল হুলু’তে মোট আটটি সেমিস্টার রয়েছে এবং ২০০ জন কুরআনের শিক্ষার্থীর ধারণক্ষমতা রয়েছে।
2792624

captcha