IQNA

শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর মরদেহ দাফন করা হবে ২৩ ফেব্রুয়ারী

11:51 - February 03, 2025
সংবাদ: 3476798
ইকনা- লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং হাশিম সাফিউদ্দিনের জানাজা ও দাফন অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার (অনুষ্ঠিত হবে।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ইসরাইল মেনে চলে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব লেবানন সরকারকে পালন করতে হবে।
 
তিনি রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর ওপর বৈরুত সরকারকে চাপ সৃষ্টি করতে হবে।
 
তিনি আরো বলেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৭ নভেম্বর যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে হিজবুল্লাহ তা পুঙ্খানুপঙ্খভাবে পালন করে যাচ্ছে এজন্য যে, লেবানন সরকার যেন তা পালন করতে ইসরাইলকে বাধ্য করার উদ্যোগ নিতে পারে।  কিন্তু ইহুদিবাদী ইসরাইল ধারাবাহিকভাবে সে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 
নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। কিন্তু তেল আবিব তা পালনে অস্বীকৃতি জানায়, ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওই ডেডলাইন ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।  ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় লেবাননের অন্তত ৮০ নাগরিক নিহত হয়েছেন।
 
হিজবুল্লাহ নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিরোধ একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। ইহুদিবাদী ইসরাইল প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারেনি, যাকে তিনি হিজবুল্লাহর বিজয় বলে বর্ণনা করেন।
 
হিজবুল্লাহ আগামী ২৩ ফেব্রুয়ারি সংগঠনের সাবেক মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী কাউন্সিলের সভাপতি সাইয়্যেদ সাফিউদ্দিনের জানাযা ও দাফন সম্পন্ন করবে বলে জানান শেখ নাইম কাসেম।  লেবাননের রাজধানী বৈরুতে উপকণ্ঠে গত সেপ্টেম্বর মাসের শেষদিকে এক ভয়াবহ ইসরাইলি বিমান হামলায় সাইয়্যেদ নাসরুল্লাহ এবং অক্টোবরে আরেক হামলায় সাইয়্যেদ সাফিউদ্দিন শাহাদাতবরণ করেন। #
 
 পার্সটুডে
captcha