
এই সংস্থাগুলোর মধ্যে রয়েছে সংবাদ সংস্থা, পত্রিকা, স্যাটেলাইট চ্যানেল, কনটেন্ট প্রডিউসার এবং পেশাদার ফটোগ্রাফাররা, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।
শাম্মারি জানান, বর্তমানে ৩০টিরও বেশি স্থির ও মোবাইল লাইভ সম্প্রচার ইউনিট দেশ ও বিদেশে দর্শকদের জন্য অনুষ্ঠানগুলোর সরাসরি সম্প্রচার করছে। এ ছাড়া ৮০০-রও বেশি সাংবাদিক এই অনুষ্ঠানের সংবাদ কাভারেজের জন্য কারবালায় উপস্থিত হয়েছেন, যা এই ধর্মীয় ও গণমাধ্যমিক ঘটনাটির গুরুত্বকে তুলে ধরে।
তিনি আরও জানান, পবিত্র হুসেইনি ও আব্বাসি দরবারগুলো গণমাধ্যম সংস্থাগুলোর জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা প্রদান করেছে, যার মধ্যে রয়েছে ইন্টারনেট সেবা, খাবারের ব্যবস্থা, মিডিয়া সাক্ষাৎকারের জন্য নির্ধারিত মঞ্চ এবং সাংবাদিকদের চলাচলের সুবিধার্থে অফিসিয়াল পরিচয়পত্র সরবরাহ।
শেষে, শাম্মারি কারবালায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোর প্রচেষ্টার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 4292837#