‘boursorama’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অজ্ঞাতনামা একদল ইসলাম বিদ্বেষী ২৬শে অক্টোবর সকালে ফ্রান্সের ‘বাযান্সুন’ শহরের দু’টি মসজিদের দরজা ও দেয়ালে ইসলাম বিরোধী শ্লোগান এবং ফ্রান্সের ডান চরমপন্থি দল ‘ফরাসি ন্যাশনাল ফ্রন্ট’এর সমর্থনে শ্লোগান লিখে উক্ত মসজিদ দু’টির অবমাননা করেছে।
উক্ত মসজিদের দরজা এবং দেয়ালে ‘ফ্রান্স শুধুমাত্র ফরাসি নাগরিকদের জন্য’, ‘মুসলমানেরা নিপাত যাক’, ‘ফ্রান্স থেকে মুসলমানদের বিতাড়িত কর’ এবং ‘ফরাসি ন্যাশনাল ফ্রন্ট’ দলে সম্ভাষণ জানায় সহকারে অন্যান্য অবমাননাকর উক্তি লিখে পবিত্র স্থানের অবমাননা করেছে।
‘ফেরান্স কোন্ট’ প্রদেশের পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মুসলমানেরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে আসেন এবং এই অবমাননাকর উক্তি দেখার পর নিরাপত্তা বাহিনীকে অবগত করেন। বর্তমানে এই জঘন্য কর্মের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করার জন্য তদন্ত করা হচ্ছে।
এই দুটি মসজিদের মধ্যে ফ্রান্সের গ্রেট মসজিদের সঙ্গে সম্পর্কিত ‘আল-সুন্নত’ মসজিদটি একটি। ইসলাম বিদ্বেষীরা চলতি বছরে তৃতীয় বারের মত এরকম জঘন্য কাজ করেছে।
1311106