‘Hurriyet Daily News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনীতে হস্তলিখিত ৯৯ খণ্ড পবিত্র কুরআন প্রদর্শন ব্যতীত মুসলিম শিল্পীদের বিভিন্ন ডিজাইনে লিখিত খোশনবিশ প্রদর্শিত হয়েছে।
তুরস্কের কৃষি মন্ত্রী ‘মুহাম্মাদ মাহদি আকর’ বলেন, ডিয়ারবাকর শহর একটি ইসলামি শহর যেখানে বিগত কাল থেকে অসংখ্য ধর্মীয় ওলামাগণ বসবাস করে আসছেন, সেখানে এধরণে প্রদর্শনীর অসাধারণ তাৎপর্য রয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন সভ্যতার কেন্দ্র ছিল ডিয়ারবাকর শহরে এবং ১৪০০ বছর পূর্বে এই শহরে ইসলামী সভ্যতা ব্যাপক উন্নতি সাধন ঘটে।
ডিয়ারবাকর শহরের গভর্নর ‘মুস্তাফা করাচ’ বলেন, মহান আল্লাহর পক্ষ থেকে এই শহরে দুই জন নবী প্রেরণের কথা পবিত্র কুরআন শরীফে উল্লেখ রয়েছে। এছাড়াও বিখ্যাত ‘উলু’ জামে মসজিদ এই শহরেই রয়েছে। মুসলমান এবং অমুসলমানদের ডিয়ারবাকর শহরের সঙ্গে পরিচিত করার জন্য আমরা এই শহরের ঐতিহাসিক কাঠামো পুনরুদ্ধার করার চেষ্টা করছি।
1317109