IQNA

জার্মানে ‘আল্লাহ সম্পর্কে প্রশ্ন’ নামক গ্রন্থ প্রকাশ

14:17 - December 29, 2013
সংবাদ: 1348410
আন্তর্জাতিক বিভাগ: জার্মানে অবস্থিত বার্লিনে ইরানী কালচারাল সেন্টারের সহায়তায় শিশুদের জন্য ‘আল্লাহ সম্পর্কে প্রশ্ন’ নামক গ্রন্থ প্রকাশ হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত গ্রন্থে মহান আল্লাহ সম্পর্কে শিশুদের বিভিন্ন প্রশ্ন এবং তার জবাব দেওয়া হয়েছে।

‘আল্লাহ সম্পর্কে প্রশ্ন’ নামক গ্রন্থে সর্বমোট ২০টি প্রশ্ন এবং তার উত্তর বিভিন্ন নকশা, রঙ এবং সমন্বয় পূর্ণ চিত্রের মাধ্যমে শিশুদের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রশ্ন গুলো মধ্যে, খোদা কে? আল্লাহ কোথায় আছেন? শুধুমাত্র একটি খোদা রয়েছে? মহান আল্লাহ কি আমাদের মত ঘুমায়? আল্লাহ কি অসুস্থ হয়? আল্লাহ কি রঙ্গের? এবং কেন আমরা মহান আল্লাহকে দেখতে পায়না? ৪৪ পৃষ্ঠা এই গ্রন্থটি ‘রুদাভে হামজা’ লিখেছেন।

1347662

captcha