উক্ত আন্তর্জাতিক সম্মেলনের ব্যাপারে তিউনিসিয়ার আর্টস ও সংস্কৃতি সুপ্রিম কাউন্সিল প্রধান অধ্যাপক ‘হিসাম জায়িতে’র সঙ্গে ইরানী কালচারাল সেন্টারের প্রধান ‘সাদিক রামাজানী গুলাফজানি’ সাক্ষাতকার করেছেন।
‘ইসলামী দর্শনের দৃষ্টিতে মোল্লা সাদরা এবং ইবনে সিনা’ নামক এক আন্তর্জাতিক সম্মেলনে ‘সাদিক রামাজানী গুলাফজানি’ অধ্যাপক হিসাম জায়িতকে ইসলামি বিশ্বের ইতিহাসবিদ ও ভাষ্যকার ‘তাবারী’র জীবনীর আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানান।
কালচার কাউন্সিলারের এই আহ্বানকে হিসাম জায়িত স্বাগত জানিয়ে বলেন: ইতিহাসবিদ ‘তাবারী’ এবং তার ইসলামি ইতিহাসের গ্রন্থ সমূহে’র আলোকে ২০১৪ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
1351712