IQNA

ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সাথে একান্ত সাক্ষাতকারে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন দলের মহাসচিব

11:48 - January 17, 2014
সংবাদ: 1359938
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন দলের মহাসচিব ‘রামযান আব্দুল্লাহ’ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রী ‘মোহাম্মাদ

জাওয়াদ জারিফের’ সঙ্গে একান্ত সাক্ষাতকার করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সাক্ষাতকার সোমবার তথা ১৩ই জানুয়ারিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে।

এ সফরে ড. জারিফ মোট চারটি দেশে ভ্রমণ করবেন। চার দেশের ভ্রমণের প্রথম দেশটি লেবানন। রাজনৈতিক ও সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে ড. জারিফ রবিবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে প্রবেশ করেছেন।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রীর সরকারী আমন্ত্রণে ইরানের পররাষ্ট্র মন্ত্রী ‘মোহাম্মাদ জাওয়াদ জারিফের’ লেবাননে যান।

ইরানের একাদশ প্রেসিডেন্টের পক্ষ থেকে মোহাম্মাদ জাওয়াদ জারিফের লেবানন সফর এটাই প্রথম।

http://www.irna.ir/fa/News/80993022/%D8%B3%D8%A7%DB%8C%D8%B1/%D8%AF%D8%A8%DB%8C%D8%B1%DA%A9%D9%84_%D8%AC%D9%86%D8%A8%D8%B4_%D8%AC%D9%87%D8%A7%D8%AF_%D8%A7%D8%B3%D9%84%D8%A7%D9%85%DB%8C_%D9%81%D9%84%D8%B3%D8%B7%DB%8C%D9%86_%D8%A8%D8%A7_%D8%B8%D8%B1%DB%8C%D9%81_%D8%AF%DB%8C%D8%AF%D8%A7%D8%B1_%DA%A9%D8%B1%D8%AF

captcha