আল-হাদাস নিউজে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আগামী কয়েকদিনের মধ্যে টিভি’তে বক্তব্য রাখবেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ্। এতে তিনি লেবানন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয়ের পর্যালোচনা করবেন।
হিজবুল্লাহ প্রধান দু’টি বক্তব্য রাখবেন বলে জানা গেছে। প্রথম বক্তব্যটি ইরানে ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে এবং দ্বিতীয়টি ইসলামি প্রতিরোধ আন্দোলনের শহীদদের স্মরণে রাখবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে যে, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার বক্তৃতায় লেবাননের অভ্যন্তরিন বিষয়াদি ও মধ্যপ্রাচ্যে ঘটমান বিষয়াদি বিশেষভাবে সিরিয়ার সংকটের উপর আলোকপাত করবেন।