IQNA

ঘানায় অনুষ্ঠিত হল সপ্তম জাতীয় কুরআন প্রতিযোগিতা

21:54 - March 13, 2014
সংবাদ: 1386741
আন্তর্জাতিক বিভাগ: ঘানায় ৭ম মার্চে ইরানি সাংস্কৃতিক কেন্দ্র ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সপ্ততম জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতীয় কুরআন প্রতিযোগিতা শুক্রবারে (৭ম মার্চে) দু’টি স্তরে অনুষ্ঠিত হয়েছে। প্রথম স্তরে ঘানার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, ঘানা ইসলামিক সেন্টার, রার্ডফুর্ট বিশ্ববিদ্যালয়, উইসকনসিন বিশ্ববিদ্যালয়, নাটাসফুর্দ বিশ্ববিদ্যালয়, আহমাদি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, মদিনা কুরআনিক কলেজের ৯০ জন শিক্ষার্থী একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।
এছাড়াও দ্বিতীয় স্তরে বিভিন্ন প্রাইমারি এবং হাই স্কুলের ১০০ জন শিক্ষার্থী একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন। সম্পূর্ণ কুরআন হেফজ, ১৫ পারা কুরআন হেফজ, তেলাওয়াত এবং তাফসির বিভাগে এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রথম থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান সহকারে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
1385095

captcha