IQNA

আলজেরিয়ায় হস্তলিখিত কুরআন শরীফ প্রদর্শন

20:45 - March 23, 2014
সংবাদ: 1389212
আন্তর্জাতিক বিভাগ: আলজেরিয়ার তানদুফ প্রদেশে গত মঙ্গল বার (১৮ই মার্চ) সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে হস্তলিখিত কুরআন শরীফ প্রদর্শন শুরু হয়েছে।

‘elmoudjahid’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আলজেরিয়ায় মায়াসকারী শহরে ১৮ই মার্চে হস্ত লিখিত কুরআন শরিফ, ফিকাহ শাস্ত্র, তাফসির সহ অন্যান্য হস্ত লিখিত পাণ্ডুলিপি দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
হস্ত লিখিত পাণ্ডুলিপিগুলো তিন শতাব্দীর আগের। আলজেরিয়ার জাতীয় গ্রন্থাগার থেকে সংগ্রহ করা হয়েছে। উক্ত প্রদর্শনী এক সপ্তাহ ব্যাপী অব্যাহত থাকবে। প্রদর্শনীতে উপস্থিত বিশেষজ্ঞগণ হস্ত লিখিত পাণ্ডুলিপি সম্পর্কে দর্শনার্থীদের সকল প্রশ্নের উত্তর দেবেন।
উক্ত প্রদর্শনীর পরিচালক বলেছেন: প্রদর্শিত সকল পাণ্ডুলিপি অতি মূল্যবান। হাদিস ও ফিকাহ শাস্ত্রের লিখিত পাণ্ডুলিপি সমূহ মুসলিম পণ্ডিতগণ লিখেছেন।
1388853

captcha