IQNA

ইরানী কালচারাল কাউন্সিলারের উদ্যোগে

নয়া দিল্লির ইসলামিক সেন্টার এবং ৩০০ মসজিদে পবিত্র কুরআন দান

23:50 - April 01, 2014
সংবাদ: 1390245
আন্তর্জাতিক বিভাগ: ভারতে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে নয়া দিল্লির ইসলামিক সেন্টার এবং ৩০০ মসজিদে পবিত্র কুরআন অনুদান করা হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুইটি পর্যায়ে ২১ হাজার কুরআন নয়া দিল্লির বিভিন্ন মসজিদ এবং ইসলামিক সেন্টারে অনুদান করা হবে।
প্রথম পর্যায়ে তিন শতটির অধিক ইসলামিক সেন্টার এবং আহলে সুন্নত ও শিয়া মসজিদে পবিত্র কুরআন অনুদান করা হবে।
1390009

captcha