IQNA

কারবালায় গ্রীস্মকালীন কুরআন প্রশিক্ষণ কোর্স শুরু

11:01 - August 11, 2014
সংবাদ: 1438067
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হেফজ ও তেলাওয়াত বিষয়ক ছাত্রদের বিশেষ প্রশিক্ষণ কোর্স কারবালা শহরে অবস্থিত হযরত আব্বাস (আ.) এর মাজারের কুরআন বিষয়ক সংস্থার উদ্যোগে শুরু হয়েছে।


আল-কাফিলের উদ্ধৃতি বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রশিক্ষণ কোর্স গতকাল ৯ই আগস্ট থেকে হযরত আব্বাস (আ.) এর মাজারের কুরআন বিষয়ক সংস্থার উদ্যোগে শুরু হয়েছে।

সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ বিশেষতঃ ছাত্রদের মাঝে কুরআন শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দান ও কুরআন সাংস্কৃতির প্রসার ঘটানোর উদ্দেশ্যে এ কোর্সের আয়োজন।

হযরত আব্বাস (আ.) এর মাজারের কুরআন বিষয়ক সংস্থার প্রধান শাইখ জাওয়াদ আন-নাসরাউই এ সম্পর্কে জানিয়েছেন : বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে আয়োজিত এ কোর্সে তেলাওয়াত সংক্রান্ত আইন, তাজবিদ ও কুরআন প্রশিক্ষণের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া তাফসিরে কুরআন, ফিকাহ শাস্ত্র ও কালাম শাস্ত্রের উপর বিশেষ ক্লাস অনুষ্ঠিত হবে।

তিনি বলেন : এ প্রশিক্ষণ কোর্স হযরত আব্বাস (আ.) এর মাজার প্রাঙ্গন ছাড়াও কুরআন বিষয়ক এ সংস্থার সাথে সম্পৃক্ত কারাবালা প্রদেশের বিভিন্ন মসজিদ ও ইমামবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে।#1437832

captcha