কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআনের ঘর নামক উক্ত কেন্দ্রটি কুরআনের স্কুল হিসেবে পরিচালিত করা হবে এবং বর্তমানে উক্ত কুরআনিক কেন্দ্রে ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।
কুরআনের ঘর শিক্ষা কেন্দ্রে সর্বমোট ছয়টি ক্লাসরুম, মসজিদ, সায়েন্স ল্যাবরেটরি, দোকান, অফিস ভবন, শিক্ষক এবং শিক্ষার্থীদের থাকার জন্য বাসভবন নির্মাণ করা হয়েছে।
কাতারের দাতব্য প্রতিষ্ঠানটি এপর্যন্ত ইন্দোনেশিয়ায় ৫০০টি মসজিদ সহকারে বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। এরমধ্যে কুরআন হেফজের কেন্দ্র, ধর্মীয় মুবাল্লিগ এবং শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র এবং বঞ্চিত এলাকায় স্বাস্থ্য কেন্দ্র এবং হাউজিং নির্মাণ করেছে।
উল্লেখ্য, এসকল প্রতিষ্ঠানে প্রায় ৫৩০০০জন কর্মী বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছে।
1438534